পেশাদার অনুবাদক হতে চান?

আপনার মাতৃভাষার পাশাপাশি যদি অন্য এক বা একাধিক ভাষায় মোটামুটি দক্ষতা থাকে তাহলে আপনি অনুবাদের কাজকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবতে পারেন।

মোটামুটি দক্ষতা আর শুরু করার ইচ্ছা থাকলে আপনি এটাকেই মূল পেশা অথবা আপনার মূল পেশার সাথে খন্ডকালীন কাজ হিসেবে নিতে পারেন।

এজন্য আপনাকে লাখ লাখ টাকা খরচ করে অফিস নিতে হবে না কিংবা আসবাবপত্র কিনতে হবে না। তবে শুরুতে বেশ খানিকটা সময় ব্যয় করতে হবে। 

একটি ল্যাপটপ বা পিসি তো থাকতেই হবে; সাথে ভালো টাইপিং স্পিড এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। হ্যাঁ আমি আউটসোর্সিংয়ের কথাই বলছি।

ঘরে বসে অনলাইনে অনুবাদের কাজ করে আপনি যথেষ্ট আয় করতে পারেন। অবশ্য সেজন্য নিজেকে তৈরি করার দরকার আছে।

অনুবাদক হিসেবে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক হলে নিচের লিংকে ক্লিক করে নিবন্ধন করুন।